মালদা

রাত পোহালেই ঈদ, গাজোলে সরগরম ঈদের বাজার

রাত পোহালেই মুসলিম সমাজের মানুষজন মেতে উঠবেন খুশির ঈদে। কিন্তু তার আগেই কেনা কাটায় চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল গাজোলের বিভিন্ন বাজার গুলিতে। সারা দেশের সাথে মালদা জেলার গাজোল ব্লকেও আসন্ন ঈদে মেতে উঠবে গাজোল ব্লকের মুসলিম সমাজের মানুষজন। এদিন গাজোলের হাট-বাজার গুলিতে প্রচন্ড ভীর থাকলেও বিশেষত কাপড়ের দোকান ও লেচ্ছা, সেমাই-এর দোকান গুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকলেই ব্যস্ত ঈদের শেষ কেনা কাটায়। কেউ ফলমূল, কেউ আবার লেচ্ছা সেমাই কিনে বাড়ি ফিরতে মরিয়া। কেউ আবার এই সমস্ত কিছুর মাঝে পরিবারের সকলের জন্য নতুন কাপড় কিনতে ব্যস্ত। সকলেরই একটাই চাওয়া। পরিবারের সকলের সাথে একটু খুশি ভাগ করে নেওয়া।

এদিনের এই কেনা কাটা নিয়ে বলতে গিয়ে সাকিরুদ্দিন আনসারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সামনে ঈদুল ফেতর। আর এই উপলক্ষে তারা নারকেল, লেচ্ছা সেমাই কিনতে ব্যস্ত। তবে গত বছরের তুলনায় এবার বাজারে সমস্ত জিনিসের দাম প্রায় ডবল। 

এদিকে ঈদের এই বাজার নিয়ে বলতে গিয়ে গোলাম হোসেন নামে এক বিক্রেতা জানান, এবার বাজার আগের মতো নেই। জিনিসের দাম বেড়েছে তবে বিক্রি বাড়েনি। যদিও এর পেছনে অনেক দোকান গজিয়ে ওঠাকেই তিনি দায়ী করেন।